জেলা ও উপজেলা পর্যায়ে অধিদপ্তরের ৬৪টি জেলা কার্যালয় এবং ৪৮৮টি উপজেলা কার্যালয় স্থাপন করা হয়েছে। গত ০৮/০৭/২০১৫ তারিখে অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ জেলা ও উপজেলা কার্যালয়ে ২০০ জন ১ম শ্রেণীর আইসিটি কর্মকর্তাকে পদায়ন করা হয়। তন্মধ্যে ১৯৫ জন্য কর্মকর্তা যোগদান করেছেন। ২০১৫-১৬ অর্থবছরে “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলায় ১ টি ভাষা শিক্ষা ল্যাবসহ ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৪ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব (কম্পিউটার ল্যাব) স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে প্রকল্পের মাধ্যমে জেলায় নতুন ৫টি রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং ১টি প্রাথমিক বিদ্যালয়ে ১টি শেখ রাসেল ডিজিটাল ক্লাশরুম স্থাপন করা হয়েছে। এছাড়াও ২০১৭-১৮ অর্থবছরে প্রকল্পের মাধ্যমে নতুন আরও ৬টি ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। চলতি ২০১৮-২০১৯ প্রকল্পের মাধ্যমে নতুন আরও ৬টি ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ চলমান রয়েছে। পঞ্চগড় জেলায় এ পর্যন্ত মোট ৩৩ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস